নাইজেরিয়ার আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি মসজিদে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের (সিজিটিএফ)-এর এক সদস্য বলেছেন, সকালের নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। এক পুরুষ আত্মঘাতী বোমারু মসজিদে ঢোকে। যেখানে সবথেকে বেশি লোক সমাগম ছিল, সেখানে সে গিয়ে হাজির হয়। তারপর অবস্থা বুঝে সে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে।
উল্লেখ্য, গত সপ্তাহে নাইজেরিয়ায় জোড়া বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। নাইজেরিয়ার মাইডুগুরিতে হয়েছিল বিস্ফোরণটি।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ