৫৪ বছর পর সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের গোপন দলিল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাকে হত্যার রহস্য এখনো আধাঁরে। কারণ তার আততায়ীকে ২দিনের মাথায় হত্যা করা হয়। আর আততায়ীর সঙ্গে রাশিয়ার যোগসূত্র থাকায় অভিযোগ উঠেছে কেনেডি হত্যায় সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তা বাহিনী জড়িত থাকারও। তবে মার্কিন গণমাধ্যমের এ সংবাদকে সরাসরি নাকচ করেছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে জানান, কেনেডি হত্যার কয়েক দশক পর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযোগ তোলা হয়েছে। গোপন দলিল প্রকাশের নামে এতদিন পর রাশিয়ার বিরুদ্ধে যে ভিত্তিহীন ও অন্যায় অভিযোগ আনা হয়েছে তা সভ্যসমাজের কাজ নয়।
উল্লেখ্য, ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের ডালাসে নিহত হন ৩৫তম মার্কিন প্রেসিডেন্ট জনএফ কেনেডি।সম্প্রতি তার হত্যাসংক্রান্ত প্রায় তিন হাজার দলিল প্রকাশের অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসব দলিলের বরাতে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম দাবি করছে, কেনেডিকে হত্যায় সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তা বাহিনী জড়িত ছিল।
উল্লেখ্য, কেনেডি হত্যা রহস্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে ৬০ হাজার গোপন দলিল সংরক্ষিত রয়েছে। কংগ্রেসে ১৯৯২ সালে পাস হওয়া আইন অনুযায়ী সব দলিল প্রকাশ করার কথা থাকলেও ট্রাম্প প্রশাসন মাত্র তিন হাজার দলিল প্রকাশের অনুমতি দিয়েছে।
বিডিপ্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৭/ ই জাহান