ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির ৩৬ জন সাংসদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তাদের পরিচয় ও অপকর্মের তালিকা বিস্তারিত প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মন্ত্রীরাও আছেন। এতে বিপাকে পড়েছেন ক্ষমতাসীন দলের নেতা তেরেসা মে। তিনি 'প্রমাণ পাওয়া গেলে এসব মন্ত্রীদের বরখাস্ত' করার হুমকি দিয়েছেন।
শুধু অধস্তন নারী-পুরুষ কর্মীই নয়, ব্রিটেনের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে পতিতাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগও পাওয়া গেছে। একজন এমপি তার সহকারীর সঙ্গে অশালীন কর্মকাণ্ডের পর চুপ থাকতে অর্থ দিয়েছেন। আরেকজন মন্ত্রী চাকরির সাক্ষাৎকার নেয়ার পর ১৯ বছরের এক কিশোরীরে অশালীন ক্ষুদেবার্তা পাঠিয়েছেন।
সম্প্রতি ব্রেক্সিট মন্ত্রী মার্ক গার্নিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠে, তিনি তার নারী সহকারীকে দিয়ে সেক্স টয় কিনেছেন। এরপর অন্য নারী কর্মচারীরাও মুখ খোলা শুরু করেন। ব্রেক্সিট মন্ত্রী সেই নারী সহকারীর সঙ্গে খারাপ ব্যবহারও করতেন। বিরোধীরা সেই মন্ত্রীকে এবার 'সেক্স টয় মন্ত্রী' হিসেবে আখ্যা দিয়েছে। সেই মন্ত্রীকে বরখাস্ত করতেও তেরেসা মের ওপর চাপ বাড়ছে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৭/ফারজানা