ভ্লাদা ডিজিয়ুবা, বয়স ১৪ বছর। একজন রুশ কিশোরী মডেল। সাংহাই ফ্যাশন উইকে অংশ নিতে চীনে অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ করেই সাংহাইতে মারা গেছেন এ মডেল। আর এ নিয়ে শুরু হয়েছে হইচই। মৃত্যুর কারণ সম্পর্কে দু'দেশ থেকে দুই ধরনের তথ্য দেওয়া হয়েছে।
রুশ গণমাধ্যমের দাবি, রাশিয়ার ওই মডেল চীনের ইএসইই মডেল এজেন্সির মাধ্যমে কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অতিরিক্ত চাপ দিয়ে কাজ করানোয় ওই মডেলের মৃত্যু হয়েছে। তবে ওই মডেল এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, সে অন্য মডেলদের সঙ্গে আনন্দ নিয়ে কাজ করছিল।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদা দুর্বল অনুভব করছিল এবং তার মাথা ঘোরাচ্ছিল। এ কারণে বুধবার তাকে সাংহাই হাসপাতালে নেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হয় এবং গত শুক্রবার সে মারা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম চীনা গ্লোবাল টাইমসে বলা হয়েছে, রক্তে বিষাক্ততার কারণে তার মৃত্যু হয়েছে।
তবে রাশিয়ার সাইবেরিয়ান টাইমসে বলা হয়েছে, রুশ মডেলের মৃত্যু হয়েছে মেনিনজাইটিসে (মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের পাশে অবস্থিত ঝিল্লীর প্রদাহজনিত রোগ)। সাংহাইয়ের ওই ফ্যাশন উইকে অক্লান্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণে তার মৃত্যু হয়েছে।
বিডিপ্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৭/ ই জাহান