বরখাস্ত হওয়ার পর কাতালোনিয়ার নেতা কার্লেস পুজেমন্ত স্পেন থেকে পালিয়ে বেলজিয়াম চলে গেছেন। স্পেনের সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। খবর ইনডিপেনডেন্টের।
সম্প্রতি কার্লেস পুজেমন্তসহ কাতালানের স্বাধীনতাকামী নেতাদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ আনার প্রস্তুতি নেয়ার ঘোষণা দেন স্পেনের প্রধান প্রসিকিউটর। এরপরই কার্লেস পুজেমন্তর পালিয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে।
এর আগে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা এবং স্পেন সরকারের পাল্টা ব্যবস্থা হিসেবে পুজেমন্তকে বরখাস্ত ও স্বায়ত্তশাসন স্থগিত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে স্পেন।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে আপাতত কাতালোনিয়ার দায়িত্ব উপ-প্রধানমন্ত্রী সোরায়া সায়েনজ দে সান্তামারিয়ার হাতে হস্তান্তর করেছেন। সেখানকার পুলিশ প্রধানের দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইগনাতিও জইদো।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৭/ফারজানা