জাপানের রাজধানী টোকিও’র উপকণ্ঠের একটি ফ্ল্যাট থেকে দু’জনের ছিন্ন মাথাসহ নয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাথা দু’টি একটি শীতল বক্সে রাখা ছিল। মঙ্গলবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ কথা জানায়। খবর এএফপি’র।
জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে’র খবরে বলা হয়, এ ঘটনায় ২৭ বছর বয়সী তাকাহিরো শিরাইশি নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সে টোকিও’র দক্ষিণে জমার ওই অ্যাপার্টমেন্টে বসবাস করে। তবে পুলিশ মুখপাত্র তাৎক্ষণিকভাবে খবরটি নিশ্চিত করতে পারেননি।
এদিকে, কর্তৃপক্ষ এ ঘটনায় ২৩ বছর বয়সী উধাও এক নারীকে খুঁজছে। কেননা, তারা এই ঘটনায় ওই নারী ও শিরাইশির মধ্যে একটি যোগসূত্র থাকার কথা জানতে পেরেছে।
জিজি প্রেস জানায়, পুলিশ সোমবার ওই অ্যাপার্টমেন্টের প্রবেশ পথে একটি শীতল বক্সের ভিতর থেকে দু’টি ছিন্ন মাথা উদ্ধার করে। পরে মঙ্গলবার তারা ওই অ্যাপার্টমেন্ট থেকে আরও নয়টি লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম