যুক্তরাষ্ট্রের উতাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার রাতে গোলাগুলির ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। খবর সিনহুয়ার।
হামলাকারী এখনো পলাতক রয়েছে।
সে শ্বেতা এবং হামলা চালানোর সময় তার পরনে ছিল কালো পোশাক। তার মুখমন্ডলে ট্যাটু আঁকা ছিল।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীকে সতর্ক করে দিয়ে তাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম