আজও পর্যন্ত যে উচ্চতায় কোনও ড্রোন উড়তে পারেনি, সেখানেই এবার এক বিশেষ ড্রোন ওড়াল চীন। “near space” নামে সেই উচ্চতায় বায়ুস্তর এতই পাতলা আর তাপমাত্রা এতটাই কম যে সেখানে কোনও ড্রোন কাজ করতে পারে না। তাইতো সেই এলাকা ড্রোনের ‘ডেথ জোন’ বা ‘মৃত্যুপুরী’ হিসেবে পরিচিত।
আদতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার উচ্চতা থেকে শুরু হয় এই ‘ডেথ জোন’। বিজ্ঞানীরা চেয়েছিলেন এমন এটি ড্রোন তৈরি করতে, যা এক সপ্তাহ এমনকি এক বছর ধরেও নজরদারি চালাতে পারে। এটি সেরকমই একটি ড্রোন। এর সফল পরীক্ষা করেছে বেইজিং।
চীনের গবেষক ইয়াং ইয়ানচু জানিয়েছেন, ঠিক বুলেটের মত আকাশে উড়ে যাবে এই ড্রোন। একটি শটে ১০০টি ড্রোন লঞ্চ করার লক্ষ্য রয়েছে চিনের। ঠিক একঝাঁক মৌমাছির মত উড়ে যাবে ড্রোন। তবে এখনও পর্যন্ত অতিরিক্ত উচ্চতার ড্রোনের জন্য এখনও অনেক গবেষণা বাকি বলে জানিয়েছেন চীনা গবেষকেরা।
যেখানে বায়ুস্তর শেষ হয়ে যায় সেখানে কিভাবে ড্রোন ওড়ানো যায় সেটাই দেখছে এখন তারা। কারণ সেই অংশে ইলেকট্রনিক জিনিসপত্র কাজ করে না। এই ড্রোনগুলি আকারে এতটাই ছোট যা র্যাডারে ধরা নাও পড়তে পারে। একটি জুতোর বাক্সেও ঢুকে যেতে পারে এই ড্রোন। তবে এখনও পর্যন্ত এই ড্রোনে ক্যামেরা লাগানো যায়নি। এর জন্য এক বিশেষ অ্যান্টেনার প্রয়োজন। তবে সেটাও হয়ত শীঘ্রই সম্ভব করে তুলবে চীন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর