জাতীয় সঙ্গীত মার্চ অব দি ভলানটিয়ার্স'র অসম্মানের শাস্তি হোক তিন বছর পর্যন্ত কারাবাস। গতকাল মঙ্গলবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)-এর স্ট্যান্ডিং কমিটির দ্বিমাসিক অধিবেশনে এমনই এক খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় সঙ্গীতের অবমাননা করলে শাস্তি হিসাবে বর্তমানে ১৫ দিন আটক রাখা হয় চীনে।
চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা জিনহুয়ার খবর অনুযায়ী, জাতীয় সঙ্গীত বাজতে পারে এনপিসি অধিবেশনের শুরু ও শেষের সময়, সাংবিধানিক শপথ গ্রহণ অনু্ষ্ঠানে, পতাকা উত্তোলনের সময়, বড় ধরনের পুরস্কার বিতরণী সভায়, ন্যাশনাল মেমোরিয়াল ডের অনুষ্ঠানে, গুরুত্বপূর্ণ কূটনৈতিক অনুষ্ঠানে, বড় ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য এ জাতীয় উত্সব, অনুষ্ঠানে।
এছাড়াও চীনের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে জাতীয় সঙ্গীত অন্তর্ভুক্ত করতে হবে। দেশপ্রেমের প্রকাশ ঘটাতে সঠিক, মানানসই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য নাগরিকদের উত্সাহ দিতেও বলা হয়েছে সেই খসড়ায়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর