যুক্তরাষ্ট্রে আসা বিদেশি নাগরিকদের ব্যাপারে ‘যাচাই-বাছাইয়ের কাজ’ আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে ভয়াবহ বিমান হামলা চালানোর পর নিউইয়র্কে এই প্রথম বড় ধরণের হামলার ঘটনার প্রেক্ষাপটে মঙ্গলবার তিনি এমন নির্দেশ দিলেন। খবর এএফপি’র।
টুইটারে এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইতোমধ্যে গ্রহণ করা আমাদের এক্সট্রিম ভেটিং প্রোগ্রাম আরো জোরদার করতে আমি হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, বিশ্বের প্রধান কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা বারবার আইনী চ্যালেঞ্জের মুখে পড়ে।
এদিকে ট্রাম্পের প্রশাসন গত সপ্তাহে ১২০ দিনের নিষেধাজ্ঞার পর আবারো শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়েছে। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ বিশ্বের ১১টি দেশ থেকে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ থাকবে। এসব দেশের অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৭/এনায়েত করিম