ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্রয়লার বিস্ফোরণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অনেকে। খবর এনডিটিভির।
৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির নতুন ইউনিটে বুধবার বিকালে এ বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়া কারখানার ভেতরে অনেকে আটকা পড়ে থাকতে পারে। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর, ২০১৭/মাহবুব