সৌদি নাগরিক ও জঙ্গি গোষ্ঠী আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ২০১১ সালের মে হত্যা করে আমেরিকার প্রতিরক্ষা বাহনী। পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে হত্যার জন্য সেই অভিযান চলার সময় বেশ কিছু নথি জব্দ করা হয়।
এসব নথি ধাপে ধাপে প্রকাশ করে আসছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। বুধবারও লাদেনের সঙ্গে সম্পর্কিত চার লাখ ৭০ হাজার নথি প্রকাশ করা হয়েছে। এসব নথির মধ্যে লাদেনের ব্যক্তিগত ডায়েরি, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, অডিও ও ভিডিও ফাইলও রয়েছে। এতে লাদেনের ছেলে হামজার বিয়ের অনুষ্ঠানেরও একটি ক্লিপ রয়েছে। সূত্র : ওয়াশিংটন পোস্ট
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৭/ফারজানা