জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী। বিভিন্ন সময়ে নানা বিষয়ে শিরোনামে উঠে আসেন এ নেতা।কখনো হাসি-কান্না, কখনো নৌকা চালানো ইত্যাদি কার্যক্রমে তার উপস্থিতি দেখা গেছে।এবার খ্রিস্টান ধর্মের হ্যালোইন উৎসবে সুপারম্যানের সাজে সেজেছিলেন জাস্টিন ট্রুডো
প্রতি বছরের মতো এবারও ৩১ অক্টোবর পশ্চিমা দেশের খ্রীষ্টধর্মাবলম্বীরা মহা ধুমধামের সঙ্গে হ্যালোইন উত্সব পালন করেছে। মূলত হাস্যরস আর উপহাসের সাহায্যে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়ার ধারণা থেকেই এটি পালন করা হয়ে থাকে।
ছেলে-বুড়ো সবাই এই দিনটি পালন করে থাকেন। তবে এদিন আরো অনেকের মতো হ্যালোইন পালন করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সকাল বেলা অফিসের সহকর্মীদের সঙ্গে হ্যালোইন পালন করে দিন শুরু করেন ট্রুডো।
প্রধানমন্ত্রী দফতরের অন্যরাও সেজেছিলেন বিচিত্র সব সাজে। এবারের হ্যালোইনে তিনি সেজে ছিলেন ডিজনি কমিকসের সুপার হিরো সুপারম্যান চরিত্রের ক্লার্ক কেইন্টের সাজে। ক্লার্ক কেইন্টের মতো নীল রঙের স্যুটের সঙ্গে পরেছিলেন চশমাও। আর দিন শেষে হ্যালোইন পালন করেন বউ, ছেলে-মেয়ের সঙ্গে।
বিডিপ্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৭/ ই জাহান