'ইজ অফ ডুয়িং বিজনেস' তালিকায় ৩০ ধাপ উপরে উঠে এসেছে ভারত। মঙ্গলবার বিশ্বব্যাংক প্রকাশিত সেই তালিকায় প্রথম ১০০-তে স্থান করে নিয়েছে ভারত। কিন্তু তার পরদিনই 'ইজ অফ ডুয়িং বিজনেস' তালিকা নিয়ে মোদিকে বিঁধলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।
গুজরাটের জাম্বুসরে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল বলেন, "দেশের মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীর জন্য পরিস্থিতি বদলেছে। কিন্তু দেশের সার্বিক চিত্রটা সম্পূর্ণ বিপরীত। দেশের ব্যবসার পরিস্থিতি বিন্দুমাত্র কিছু সহজ হয়নি। মোদি সরকার কর্মসংস্থানের সুযোগ করতে ব্যর্থ। ফলে দেশে বেকারত্বের সংখ্যা বেড়েছে বই কমেনি।
জাম্বুসরে রাহুল অবশ্য শুধু 'ইজ অফ ডুয়িং বিজনেস' নিয়েই মোদীকে বিঁধে ক্ষান্ত হননি। মোদীর 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচিকেও একহাত নিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি। রাহুল বলেন, মোদির 'মেক ইন ইন্ডিয়া' পুরোটাই ফাঁপা আওয়াজ। ভারতের বাজার দখল করছে চীনা সংস্থাগুলি। ভারতীয়রা সেই স্মার্টফোনে সেলফি তুলছেন, সেটা একজন চীনা যুবকের রোজগারের খাতায় যোগ হচ্ছে। কিন্তু ভারতীয়দের জন্য পরিস্থিতিটা কিছু বদলাচ্ছে না।"
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর