বেজিং-এ পা দিয়েই সুর নরম ডোনাল্ড ট্রাম্পের। 'চীনকে কোনও দোষারোপ করবো না' এমনই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া, জাপান সফর সেরে বুধবারই 'প্রতিদ্বন্দ্বী' বেইজিংয়ে পৌঁছন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার সেখানেই ট্রাম্প এবং চীনা প্রেসডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বেশ কিছু আলোচনা হয়েছে।
বেইজিং প্রসঙ্গে তার আপত্তির স্মৃতি ফিকে হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট যেন বুঝিয়ে দিতে চাইলেন, তার 'ভাবনা' পাল্টে গেছে। প্রেসিডেন্টের পাশাপাশি ধনকুবের ব্যবসায়ী ট্রাম্পের মনে হচ্ছে, দু'টো দেশ যে পথে ব্যবসা বাড়িয়েছে, তাতে চীন সুবিধা করে নিয়েছে। এর মধ্যে ত্রুটি খোঁজার কোনও মানেই হয় না!
একেবারে পাক্কা ব্যবসায়ীর জবানে শোনা গেছে, দেশের নাগরিকদের ভালোর জন্য অন্য দেশকে পিছনে ফেলে যে এগিয়ে যেতে পারে, তাকে কি দোষ দেওয়া যায়? আমি চীনকে কৃতিত্বই দিতে চাই।'
ট্রাম্প কাঠগড়ায় তুলছেন পূর্বতন প্রশাসনকে। সাফ বলেছেন, মার্কিন বাণিজ্যে ঘাটতির দায় অতীত প্রশাসনের।
পাশে দাঁড়িয়ে যোগ্য সঙ্গত করেন চীনা প্রেসিডেন্টও। ট্রাম্পের মুখে হাসি ফুটিয়ে বৃহস্পতিবারের সকালে চীনা প্রেসিডেন্ট বলেন, 'চীন আর আমেরিকার জন্য প্রশান্ত মহাসাগরটা যথেষ্টই বড়!' তারপরে কূটনীতির দরজার বদলে কাঁধে কাঁধ মিলিয়ে চলার শপথ নিলেন দুই রাষ্ট্রনেতা।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/আরাফাত