উত্তর কোরিয়াকে থামাতে চীনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করে তিনি এ আহ্বান জানান।
বৃহস্পতিবার ট্রাম্প চীনের রাজধানী বেইজিংয়ে বক্তব্য দিয়েছেন। এর আগে সকালে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ট্রাম্প। আলোচনার সময় ট্রাম্প জানান, তিনি মনে করেন উত্তর কোরিয়া ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের উপায় বের করা সম্ভব।
এ ব্যাপারে ট্রাম্প আরও বলেন, দ্রুত ও সহজতরভাবে উত্তর কোরিয়া ইস্যুর একটা সুরাহা হওয়া দরকার। এজন্য চীনের প্রেসিডেন্ট কার্যকরী ভূমিকা রাখবেন বলে আশা করি এবং আমি বিশ্বাস করি তিনি কঠোরভাবে কাজ করলে সমাধান সম্ভব।
এছাড়া পিয়ংইয়ংয়ের ওপর বাণিজ্য অবরোধ আরোপের জন্য চীনকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র-চীন একত্রে কাজ করবে।
এর আগে, বুধবার (০৮ নভেম্বর) দুপুরের পর বেইজিংয়ে পৌঁছালে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ