আফগান বিমান বাহিনী গজনি প্রদেশে তালেবান কমান্ডারদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালালে স্থানীয় তিন তালেবান কমান্ডার নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে আরো ছয় তালেবান। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানায়। খবর সিনহুয়ার।
গজনি পুলিশ প্রধান মোহাম্মদ জামান সিনহুয়াকে বলেন, ‘তালেবানদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে আফগান বাহিনী বিমান হামলা চালায়। এতে স্থানীয় তিন তালেবান কমান্ডার নিহত ও ছয় সদস্য আহত হয়।’
তবে তালেবানের পক্ষে এ ব্যপারে কোন মন্তব্য পাওয়া যায় নি।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম