মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে বেশ শক্ত অবস্থানে আছেন ডোনাল্ড ট্রাম্প। আর তারই জের ধরে এবার ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে রুল জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ফলে এ আদেশের আওতায় দেশগুলোর নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ‘কার্যকর’ হতে পারে।
স্থানীয় সময় সোমবার ৯ বিচারপতির মধ্যে সাতজন বিচারক নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশ বাতিল ঘোষণা করেন।
এর আগে দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে ইরানসহ ছয়টি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা আটকে দিয়েছিলেন দেশটির নিম্ন আদালত। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আদেশে সেই নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া হয়।
যদিও চাঁদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের ভ্রমণেচ্ছুকদের এখনও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ