ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়েছে সৌদি আরব। অভিযোগ উঠেছে, প্রাক্তন প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর সমর্থকদেরকে সমর্থন দেয়ার জন্যে এই হামলা চালানো হয়েছে। সালেহর সমর্থক সেনারা ইয়েমেনে ক্যু করার ষড়যন্ত্র করেছিল কিন্তু হুথি বিদ্রোহীরা তা নস্যাৎ করে দিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় লোকজন জানিয়েছেন, সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কয়েকটি স্থানে সৌদি বিমান থেকে বোমা ফেলা হয়। যাতে বহু ঘরবাড়ি ধূলিসাৎ হয়েছে বলে জানা গেছে। রবিবার থেকে বোমা হামলা শুরু হয় এবং সোমবার সকাল পর্যন্ত তা অব্যাহত ছিল। সৌদি হামলায় হতাহতের বিষয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি।
এদিকে কয়েকটি সূত্র জানিয়েছে, বিমান হামলার সময় সানা বিমানবন্দরে কোনও বোমা ফেলা হয়নি।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ