শীঘ্র কংগ্রেস সভাপতির পদ অলঙ্কৃত করবেন রাহুল গান্ধী। মা সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। এরইমধ্যে কী না এত বড় ভুল করে বসলেন! মঙ্গলবার একটি টুইট করেছিলেন রাহুল। মোদির আমলে দ্রব্যমূল্যের দাম কী হারে বেড়েছে তার পরিসংখ্যান তুলে ধরেছেন। সেখানেই তিনি ভুলটি করেছেন।
গত কয়েক বছরে ভারতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ার শতকরা হার দেখাতে গিয়ে ভুলটি করেন রাহুল। ভুল বুঝতে পেরে কিছুক্ষণ পরেই টুইটটি মুছে দেন। এরপর সংশোধনের পর দ্রব্যমূল্যের বৃদ্ধির তালিকা ফের টুইট করেন তিনি। কিন্তু ততক্ষণে সবাই জেনে গেছে ভারতীর প্রধানসারির রাজনৈতিক দলের ভবিষ্যত কাণ্ডারি গণিতে কাঁচা! সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা