ছয় বছরের মধ্যে এই প্রথমবারের মতো জাতিসংঘের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা উত্তর কোরিয়া সফর করছেন। মঙ্গলবার দেশটিতে পৌঁছেছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান জেফ্রি ফেল্টম্যান।
গত সপ্তাহেই 'সবচেয়ে ক্ষমতাধর' ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ওই সময় এও দাবি করা হয় যে, এটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। সেটিই প্রশমিত করতেই হয়তো জেফ্রি ফেল্টম্যানের এই সফর।
জাতিসংঘের সর্বোচ্চ দায়িত্বে থাকা মার্কিন নাগরিক জেফ্রি ফেল্টম্যান। শুক্রবার পর্যন্ত উত্তর কোরিয়ায় অবস্থান করবেন যুক্তরাষ্ট্রের সাবেক এ কূটনীতিবিদ। তিনি দ্বি-পাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তবে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে না বলে জানা গেছে। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা