ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন হবু রাজবধূ মেগান মের্কেলের বিয়েতে সঙ্গী হবেন না। রাজপরিবারের এক পর্যবেক্ষক এ তথ্য দিয়েছেন।
যুক্তি হিসেবে বলেছেন, কেটের দেবর হ্যারির বউ হচ্ছেন মার্কিন অভিনেত্রী মেগান। কিন্তু তার ব্যাপারে তেমন কিছুই জানেন না কেট। তাই বিয়েতে যোগ দিলেও কনের সঙ্গী হওয়ার প্রশ্নই উঠে না।
আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন হ্যারি-মেগান। মারলিন কোনিগ নামের ওই লেখক ও পর্যবেক্ষক আরও বলেন, বাবার পর উইলিয়াম রাজা হলে কেটই ব্রিটেনের ভবিষ্যৎ রাণী হতে যাচ্ছেন। তাই অন্য রাজবধূর বিয়েতে তার সঙ্গী হিসেবে যোগ দেয়ার সম্ভাবনা কম। সূত্র : এক্সপ্রেস
বিডি প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা