যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। সাউথ ক্যারোলিনায় ঘঠিত এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১১৬জন। ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ট্রেনটি নিউইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুই ট্রেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মালবাহী ট্রেনটির ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
নিহত দু'জনই যাত্রীবাহী ট্রেনটির কর্মী বলে গণমাধ্যমকে নিশ্চি করেছেন, সাউথ ক্যারোলিনা রাজ্যের গর্ভনর হেনরি ম্যাকমাস্টার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন