আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। আর তারই জের ধরে এবার জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গোলাবর্ষণে ৪ ভারতীয় সেনা নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, স্বাধীন জম্মু ও কাশ্মীর সীমান্তে রবিবার ভারতীয় বাহিনীর গুলিতে এক নারী ও এক কিশোর নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় বাহিনী বিনা উসকানিতে হ্যাভেলি জেলার নিজাপীর সেক্টরের গ্রামবাসীকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে। পরে তাদের সমুচিত জবাব দেয়া হয়।
হ্যাভেলি জেলার ডেপুটি কমিশনার কাশিফ হুসাইন ডন অনলাইনকে বলেন, রবিবার বেলা ১১টা থেকে বিকেল চারটার মধ্যে ভারতীয় বাহিনী এসব গোলা ও মর্টারশেল নিক্ষেপ করে।
অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুঞ্চ ও রাজৌরি সীমান্তে ভারতীয় সেনা চৌকি এবং গ্রাম লক্ষ্য করে পাকিস্তান ভারী গোলাবর্ষণ করে। গুলিতে পুঞ্চতে এক কিশোরী ও এক সেনা সদস্য আহত হন।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান বিনা উসকানিতে মাঝারি ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি এবং মর্টারশেল নিক্ষেপ করে। পরে তাদের সমুচিত জবাব দেয়া হয়েছে বলেও দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
নিহতরা হলেন- ক্যাপ্টেন কপিল কুণ্ডু (২২), রাইফেলম্যান রমভতর (২৮), সুবহাম সিং (২২) ও হাবিলদার রৌশান লাল (৪২)
সুত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ