তেহরানের পাবলিক অ্যান্ড রেভ্যুলিউশনারি কোর্টের প্রসিকিউটর আব্বাস জাফারি দৌলাতাবাদি জানিয়েছেন, ইরানের একজন পরমাণু গুপ্তচরকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আব্বাস জাফারি জানান, ওই গুপ্তচর ইরানের পরমাণু কর্মসূচি ও পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কিত নানা তথ্য দেয়ার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র একজন এজেন্টের সাথে প্রথমবার সাক্ষাৎ করেছিল।
ইরানের প্রসিকিটর জানান, এ গুপ্তচর ইউরোপের দেশগুলোর কাছেও নানা রকমের তথ্য পাচার করেছে। এসব অপরাদের জন্য ওই গুপ্তচরকে ছয় বছর কারাদণ্ড দেয়া হয়েছে এবং তার সম্পদ জব্দ করা হয়েছে।
ইরানের বার্তা সংস্থা এ খবর দিয়েছে তবে গুপ্তচরের নাম প্রকাশ করেনি।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত