ছোরা হাতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির অফিসে জোরপূর্বক ঢুকে পড়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সোমবার ফারস নিউজ এজেন্সিকে তেহরানের ডেপুটি গভর্নর মোহসেন হামেদানি বলেন, ‘আমরা ওই লোকের পরিচয় এবং তার আসল উদ্দেশ্য জানার চেষ্টা করছি।’
তাসনিম নিউজ এজেন্সি নামের ইরানের অপর একটি বার্তাসংস্থা জানায়, ওই লোক হাতে একটি বড় ছোরা নিয়ে মধ্য তেহরানে প্রেসিডেন্টের অফিস ভবনে জোর করে ঢোকার চেষ্টা চালায়। এসময় সেখানে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা তার পা লক্ষ্য করে গুলি চালায়।
কর্তৃপক্ষের বক্তব্য, ওই লোকের গায়ে ছিল কাফনের কাপড়। এ থেকে মনে হয়েছে সে নিজের জীবন বিসর্জন দিয়েও হলেও কোনো বড় ধরনের অঘটন ঘটানোর জন্য এসেছিল।
বিডিপ্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান