অকালে চুল ঝরে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। ফলে মানুষ খোঁজেন মাথায় চুল গজানোর সহজ ও প্রাকৃতিক কৌশল। এজন্য ব্যয়বহুল কসমেটিক সার্জারির মাধ্যমে টাকে নতুন করে চুল গজানোর বন্দোবস্ত করেন তারা।
ফলে মাথায় টাক নিয়ে চিন্তা নেই এসে গেছে অমুক কোম্পানির অমুক প্রোডাক্ট। আজই অর্ডার করুন। চলার পথে এমন বিজ্ঞাপন আমরা প্রায়শই দেখতে পাই। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই মানুষকে প্রতারণা করার ফাঁদ হয় এগুলো। এই রকমই একটি প্রতারক চক্রকের ৮৫ জনকে সম্প্রতি চীনে কারাদণ্ড দেয়া হয়েছে।
'সাপের তেলের সাহায্যে টাকে চুল গজাবে' এই প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করত প্রতারণা চক্রটি। গত বৃহস্পতিবার এই প্রতারণা চক্রটির তিন মাথা ও তাদের কর্মীদের দোষী সাব্যস্ত করে ইনার মঙ্গোলিয়ার অর্দোসের আদালত।
মূলত কিডনির সমস্যার কারণে চুল পড়ার সমস্যা রয়েছে সেইসব মানুষদের টার্গেট করত এই প্রতারণা চক্রটি। তারপর ফোন করে ঐতিহ্যবাহী চীনা ওষুধের দ্বারা রেনাল ফাংশনকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিত তারা। বেশ রমরমিয়েই চলছিল ঐতিহ্যবাহী ওষুধের এই ভুয়া কারবার। মাত্র ৫ মাসে ৮ হাজার ৯৪৫ জনকে প্রতারিত করে ১.৬৭ মিলিয়ন ডলার আয় করেছিল চক্রটি।
কিন্তু বাধ সাধেন একজন প্রতারিত কাস্টমার। ২০১৬ সালে এই দুর্নীতি চক্রটির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তারপরই শুরু হয় তদন্ত। এই চক্রের প্রধান তিন হোতাকে ১১ থেকে ১৩ বছরের ও বাকি কর্মীদের ১ থেকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম