উত্তর কোরিয়ার শীর্ষ বাণিজ্যিক কর্মকর্তা এ সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফর করবেন এবং তিনি শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট চরম উত্তেজনার এক বছর পর বিভক্ত এ উপদ্বীপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে যা এ দু’দেশের জন্য এটি একটি বিরল ঘটনা। খবর এএফপি’র।
খবরে বলা হয়, শেষ পর্যন্ত কিম ইয়ং-নামের এ সফর অনুষ্ঠিত হলে দুই কোরিয়া বিভক্ত হওয়ার পর উত্তর কোরিয়ার যত কর্মকর্তা সিউল সফর করেছেন তাদের মধ্যে টেকনিক্যালি তিনি হবেন সবচেয়ে সিনিয়র কর্মকর্তা।
দক্ষিণ কোরিয়ার পিয়ংচং অলিম্পিক গেমস উপলক্ষে দুই কোরিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তার সফর কূটনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। আগামী শুক্রবার তাদের এ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। এ দু’দেশের মধ্যে নতুন করে গড়ে ওঠা এ উষ্ণ সম্পর্ক অলিম্পিক গেমস পরবর্তী সময়ে টিকে থাকবে কিনা সে ব্যাপারে বিশ্লেষকরা শংকা প্রকাশ করেছেন।
উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালাস্টি ক্ষেপণাস্ত্রসহ কয়েক দফার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোয় গত বছর কোরীয় উপদ্বীপ অঞ্চলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে এসব অস্ত্রের পরীক্ষা চালিয়ে তারা ঘোষণা দেয় যে পিয়ংইয়ং এখন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খন্ডে আঘাত হানতে সক্ষম।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম