জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত একটি বাড়িতে আগুন ধরে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় সরকারী কর্মকর্তা কাৎসুহিদে তানাকা বলেন, ‘সেল্ফ ডিফেন্স ফোর্সের একটি হেলিকপ্টার আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে একটি বাড়িতে আগুন ধরে গেছে।’
তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম