ফিলিস্তিনের পশ্চিমতীরের ইসরায়েল অধিকৃত অবৈধ বসতির পাশে এক দখলদার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার বিকেলে আলফিত জেলার ইহুদি বসতি আরিয়েলের প্রবেশপথে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারী ফিলিস্তিনি ছুরিকাঘাত করেই পালিয়ে গেছেন। ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাকে ধাওয়া করেও ধরতে পারেনি।
ইসরাইলের মাগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস টুইটারে জানান, ৩০ বছর বয়সী ওই অবৈধ বসতি স্থাপনকারীর শরীরের ওপরের অংশে ছুরিকাঘাত করা হয়েছে। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, নিহতের নাম ইতামার বিন গাল। তিনি অবৈধ বসতিতে থাকতেন এবং ইহুদি ধর্মযাজক ছিলেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই ফিলিস্তিনিকে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি নিরাপত্তা বাহিনীর ওপর আস্থা রাখছি। তারা ওই হামলাকারীকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন।
গাজা উপত্যকার হামাস আন্দোলন এই ছুরিকাঘাতের হত্যাকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির সশস্ত্র শাখা জানিয়েছে, এ হামলা এটিই প্রমাণ করে যে ইন্তিফাদা চলছে।
বিডিপ্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান