সৌদি জোট দীর্ঘ দিন থেকেই প্রতিবেশি দেশ ইয়েমেনে হুথি বিদ্রোহিদের দমনে অভিযান চালিয়ে আসছে। আর তাই জের ধরে আবারও হুথি বাহিনীর মিসাইল ঠেকিয়ে দিল সৌদি আরব।
জানা গেছে, সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ করে দেশটির অভ্যন্তরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুথি বিদ্রোহিরা। তবে সৌদি এয়ারফোর্স তা আকাশ পথেই ধ্বংস করতে সক্ষম হয়। অন্যদিকে, সৌদি জোট গত দুই দিনে হুথিদের লক্ষ্য করে ইয়েমেনের বিভিন্ন এলাকায় প্রায় ৫০ টির মতো হামলা চালিয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, আরব নিউজ মতে এই হামলার সংবাদ এমন সময় সামনে এলো যখন সৌদি সামরিক জোট ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় তুমুল অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ