ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি পর্যটন কেন্দ্রে ভূমিধসে চার জনের মৃত্যু ও আরও দুইজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পুনসাক পর্যনটকেন্দ্রে ভারী বর্ষণের কারণে ভূমিধসের এই ঘটনা ঘটেছে। অনেক ইন্দোনেশীয় এখানেই সপ্তাহান্তের ছুটি উপভোগ করতে আসে।
ওই কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘এই ঘটনার পর তল্লাশি অভিযান চালিয়ে চারটি লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত আছে।’
সংস্থাটি জানিয়েছে, আরও ভূমিধসের আশঙ্কায় বেশ কয়েকজন গ্রামবাসী বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম