নিজেদের ভূখন্ডে সফল মিসাইল পরীক্ষা করল চীন। ভারত যেদিন অগ্নি ১ ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করল, সেইদিনই চীনও তাদের দেশে মিসাইল পরীক্ষা করল। আদতে ভারতকে চ্যালেঞ্জ জানাতেই একই দিনে মিসাইল পরীক্ষা চীনের।
তবে চীনের তরফ থেকে কিন্তু এমন অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রালয় সূত্রে জানানো হয়েছে, মিসাইল পরীক্ষা করার কথা গত সোমবারই ঘোষণা করেছিল চিন।
চীনের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, কোনও দেশের দিকে তাক করে মিসাইল নিক্ষেপ করা হয়নি। পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে এই মিড-কোর্স গ্রাউন্ড মিসাইল ছোঁড়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় আমেরিকার টার্মিনাল হাই অ্যালটিটিড এরিয়া ডিফেন্স (THAAD) মিসাইলের বিরোধিতা করেছিল চীন। রাশিয়াও THAAD মিসাইলের বিরোধিতা করেছিল। চিন আরও বলেছিল THAAD মিসাইলের শক্তিশালী ব়্যাডার সেদেশের মিসাইল পর্যবেক্ষণ করতে পারবে।৷
২০১০ সালে মিড কোর্সের গ্রাউন্ড বেস মিসাইল পরীক্ষা করেন জাপান। ২০১৩ সালে হয় দ্বিতীয় পরীক্ষা। চীনের তরফ থেকে জানানো হয় নিজের দেশের সুরক্ষার জন্য তারা মিসাইল পরীক্ষা করছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর