শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের পূর্বাঞ্চল। ভেঙে পড়েছে একটি হোটেল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। বেশ কিছু বাড়িঘরও ভেঙেছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪। সম্প্রতি ঘনঘন ভূমিকম্প হয়েছে তাইওয়ানের এই অঞ্চলে।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১.৫০-এ ভূমিকম্প হয়েছে। বন্দর শহর হিউয়ালিয়েন থেকে ২১ কিলোমিটার উত্তরপূর্বে ছিল উৎপত্তি স্থল।
সরকারি সূত্রে একটি হোটেল ভেঙে পড়ার খবর নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে পড়েছেন কি না, জানা যায়নি। জোর তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
দু'টি টেকটনিক প্লেটের জংশনের কাছেই অবস্থান তাইওয়ানের। কেঁপে ওঠে। গত রবিবারই দু-ঘণ্টার মধ্যে পাঁচ বার কম্পন অনুভূত হয়েছে।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত