আজ ব্রিটিশ রাজ পরিবারের পুত্রবধূ হতে যাচ্ছেন মেগান মার্কলে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই বহুকাঙ্ক্ষিত এই রাজকীয় বিয়ে শুরু হবে।তবে বিয়েতে অনুপস্থিত থাকবেন মেগানের বাবা। আর বাবার পরিবর্তে হবু শ্বশুর প্রিন্স চার্লসের হাত ধরে বিয়ের মঞ্চে যাবেন মেগান।
বিয়েতে রীতি অনুযায়ী কনে তার বাবার হাত ধরেই গির্জায় প্রবেশ করে বেদির সামনে গিয়ে দাঁড়ায়। তবে মেগানের বিয়েতে তার বাবা যে আসছেন না। মা ডোরিয়া রাগল্যান্ড বাবার দায়িত্ব পালন করবেন বলে শোনা গেলেও বদলে গেছে সেই পরিকল্পনা। মেগানের হবু শ্বশুর প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস গির্জায় নিয়ে যাবে হবু পুত্রবধূকে।
শুক্রবার সেন্ট জর্জেস চ্যাপেলে বিয়ের মহড়া অনুষ্ঠিত হয়। কিন্তু উইন্ডসর প্রাসাদ থেকে কনেকে কে গির্জায় নিয়ে যাবেন, তা নিয়ে চিন্তা শুরু হয় মহড়ায়। এ অবস্থায় কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে টুইটে জানানো হয়, হবু শ্বশুর যুবরাজ চার্লসকে বাবার দায়িত্ব পালন করতে অনুরোধ করেছিলেন মেগান। হবু পুত্রবধূর এই প্রস্তাবে রাজিও হয়ে যান চার্লস।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উইন্ডসর ক্যাসেল থেকে প্রথমে গাড়িতে করে মেগানকে নেওয়া হবে সেন্ট জর্জেস চ্যাপেল গির্জার সামনে। গাড়ি থেকে নেমে কিছুটা এগোনোর পরই সেখানে অপেক্ষারত প্রিন্স চার্লস তার সঙ্গে যোগ দেবেন এবং সেখান থেকেই প্রিন্স চার্লসের হাত ধরে গির্জার বেদির সামনে গিয়ে দাঁড়াবেন মেগান।
বিডি-প্রতিদিন/ ই-জাহান