সাসেক্স। ইংল্যান্ডের পূর্বাঞ্চলের একটি কাউন্টি। আর বিয়ের পর ওই কাউন্টির ডিউক হিসেবে পরিচিত হবেন প্রিন্স হ্যারি। এবং তার স্ত্রী মেগান মার্কলেকে ডাচেস অব সাসেক্স হিসেবে ডাকা হবে।
কেনিংস্টন প্রাসাদের এক ঘোষণায় এ উপাধি দেওয়া হয়েছে। সাধারণত ব্রিটিশ রাজপরিবারের প্রিন্সদের বিয়ের পর এরকম উপাধি দেওয়া হয়। যা রাণী নিজে দিয়ে থাকেন। সে হিসেবেই হ্যারি ও মেগান এ উপাধি পেলেন।
এর আগে প্রিন্স উইলিয়ামকে ডিউক অব কেমব্রিজ এবং কেড মিডলটনকে ডাচেস অব কেমব্রিজ উপাধি দেওয়া হয়।
উল্লেখ্য, সাসেক্স এর প্রথম ডিউক ও ডাচেস উপাধি পেলেন তারা। কারণ এর আগে সাসেক্সের একমাত্র প্রিন্স দুইবার বিয়ে করলেও ওই বিয়েতে রাজপরিবারে সম্মতি না থাকায় তাকে ডিউক উপাধি দেননি রাজা তৃতীয় জর্জ। আর তাই হ্যারি ও মেগানই হলেন সাসেক্সের প্রথম ডিউক ও ডাচেস।
সূত্র: টেলিগ্রাফ ও বিসিসি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান