ব্রিটিশ রাজপরিবারের রাজপুত্র হ্যারি এবং মেগান মার্কলের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে সেন্ট জর্জেস গির্জায়। ৬০০ অতিথির উপস্থিতিতে উইন্ডসর কাসলে এ বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে।
আর বিয়েতে অতিথি হয়ে উপস্থিত আছেন- আমেরিকান টক শো হোস্ট ওপরাহ্ ইউনফ্রে, অভিনেতা জর্জ ক্লুনি, ইদ্রিস এলবা, সেরেনা উইলিয়ামস, গায়ক জেমস ব্লান্ট। হলিউড তারকা জর্জ ক্লুনি এবং তার স্ত্রী আমাল। ইদ্রিস এলবা এবং তার ফিঁয়ান্সে সাব্রিনা ধৌরি।
প্রিন্স হ্যারির দীর্ঘদিনের বন্ধু গায়ক জেমস ব্লান্ট এবং তার স্ত্রী সোফিয়া ওয়েলেসলি। প্রিন্স হ্যারির মামা ও প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেন্সার। সাথে তার স্ত্রী ক্যারেন। সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান