প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ে নিয়ে গোটা পৃথিবী জুড়ে চলচে আলোচনা। বিশ্বের শীর্ষ তারকা ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন এ বিয়েতে। স্থানীয় সময় আজ দুপুর ১২টায় বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে।
এদিকে, এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিয়েতে প্রায় ৩২ মিলিয়ন পাউন্ড খরচ হতে পারে। আর এই অর্থ রাজ কোষাগার থেকে খরচ হবে না, ব্যয় হবে জনগণের দেওয়া করের টাকায়।
ঐতিহাসিক উইন্ডসর ক্যাসেলের অর্ন্তভুক্ত সেন্ট জর্জেস চ্যাপেল গির্জায় ওই বিয়ে সম্পন্ন হচ্ছে। এই অনুষ্ঠানে সেন্ট জর্জেস চ্যাপেলে ৬০০ অতিথি উপস্থিত রয়েছেন। এ ছাড়া বিয়েতে আড়াই হাজারেরও বেশি সাধারণ মানুষ এসেছেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান