দক্ষিণ চীন সাগর নিয়ে ফের বিতর্কের জন্ম দিল চীন। বিতর্কিত ওই এলাকার একটি দ্বীপে সম্প্রতি চীনের কয়েকটি যুদ্ধবিমান অবতরণ করে। সামরিক মহড়ার অংশ হিসেবে বিমানগুলো সেখানে অবতরণ করেছে বলে জানা যায়।
চায়না এয়ারফোর্সের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়, যেকোন সময় যেকোন স্থানে আক্রমণ করার সক্ষমতা বাড়াতে দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলোতে উড্ডয়ন ও অবতরণ অনুশীলনের জন্য এইচ-৬কে মডেলের বোমারু বিমানগুলোকে সেখানে পাঠানো হয়েছে।
জানা যায়, ওই বিতর্কিত স্থানে গোপনে পরমাণু প্লান্টও গড়ে তুলছে চীন। আর এ জন্য ভাসমান পদ্ধতি ব্যবহার করছে বেইজিং।
বেইজিং-এর দাবি উপকূলবর্তী অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য এই নিউক্লিয়ার প্লান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই, চীনের পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে এই প্রজেক্টরে কাজ শুরু হয়েছে। এই বিষয়ে আরও গবেষণা চলছে।
চীনের ন্যাশনাল নিউক্লিয়ার কো-অপারেশন (CNNC) অন্তত ২০টি ভাসমান নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তৈরি করবে বলেও জানা যায়। সংস্থার প্রাক্তন চেয়ারম্যান সান কিন জানিয়েছেন, ২০১৯-এর মধ্যে কার্যকর হবে এই প্রজেক্ট। এই নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে প্রাকৃতিক দুর্যোগ কোন আঘাত করতে পারবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার