মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নাম লিখতে গিয়ে ভুল করেছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত, হাসপাতালে অসুস্থতা কাটিয়ে হোয়াইট হাউসে ফিরেছেন মেলানিয়া। আর হোয়াইট হাউসে তাকে স্বাগত জানাতে গিয়ে একটি টুইট করেন ট্রাম্প।
যেখানে নিজ স্ত্রী'র নামের বানান ভুল করেছেন তিনি। শনিবার দেওয়া ওই টুইট বার্তায় ট্রাম্প তাঁর স্ত্রী মেলেনিয়ার নামের বানান লিখেন ‘Melanie’। মুহূর্তেই ট্রাম্পের টুইট বার্তাটি চলে যায় বহু লোকের কাছে। এবং এ নিয়ে শুরু হয় হাস্য-রস্য।
পরে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য দ্রুতই ভুল সংশোধন করে ঠিক বানানে মেলানিয়ার নাম লিখে দেন। ট্রাম্প টুইট বার্তায় লেখেন, চমৎকার ফার্স্ট লেডি হোয়াইট হাউসে ফিরেছেন। তিনি প্রকৃত অর্থেই ভালো আছেন। মেলেনিয়ার জন্য যারা প্রার্থনা করেছে, তাঁর মঙ্গল কামনা করেছে, তাদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
বিডি-প্রতিদিন/ ই-জাহান