আয়ারল্যান্ডে গর্ভপাতের সমর্থনে শনিবার অনুষ্ঠিত গণভোটে আইন শিথিল করার পক্ষে বিপুল ভোট পড়েছে। আইন শিথিল করার পক্ষে ভোট পড়েছে ৬৬ শতাংশের বেশি।
সম্প্রতি দেশটিতে গর্ভপাত আইনের কিছু পরিবর্তন আনা হয়েছিল। আইনে বলা হয়েছে, গর্ভবতী কোন নারীর জীবনহানির সম্ভাবনা থাকলেও গর্ভপাত করাতে পারবে না। এরপর থেকে আইনটি আরও শিথিল করার দাবি জোরালো হতে থাকে। পরিস্থিতি অনুধাবন করে আয়ারল্যান্ড সরকার গণভোটের সিদ্ধান্ত নেয়।
আয়ারল্যান্ড সংবিধানে ভ্রূণের অধিকার ও মায়ের অধিকারকে সমান মর্যাদা দান করে। এর ফলে মায়ের জীবনের ‘ঝুঁকি’ থাকলেও তার গর্ভপাত নিষিদ্ধ। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই গণভোট হয়।
এদিকে, গর্ভপাতের সমর্থনে 'হ্যাঁ' প্রচারে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আইরিশ নারীরা উচ্ছ্বাস করেছেন। দেশটির রাজধানী শহর ডাবলিনের রাস্তায় রাস্তায় তাদের নাচ-গান করতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার