পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনার জন্য সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুলককে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে সোমবার ইসলামাবাদে বৈঠক করেন বিরোধী দলীয় নেতা খুরশীদ শাহ। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিচারপতি নাসিরুল মুলকের নাম ঘোষণা করা হয়।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেন, আমরা বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে এমন একজনকে বেছে নিতে চেয়েছি যার নামে কোনো অভিযোগ নেই।
আসন্ন নির্বাচনে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মুসলিম লীগ ও ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী তেহরিকে ইনসাফ দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৮/আরাফাত