ভারতের কলকাতায় নবজাতককে বাঁচাতে রোজা ভেঙে রক্ত দিয়ে অনন্য নজির গড়লেন মো. আশফাক নামের এক তরুণ। দ্বারভাঙা এলাকার বাসিন্দা আশফাক ফেসবুকে বার্তা দেখে রক্ত দিয়ে নবজাতকটির জীবন বাঁচান।
সম্প্রতি কলকাতার দ্বারভাঙা এলাকায় একটি নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন এসএসবি সদস্য রমেশকুমার সিংহের স্ত্রী আরতিদেবী। সেখানেই নবজাতকের জন্ম দেন তিনি। কিন্তু জন্মের পরেই নবজাতকের অবস্থার অবনতি হতে থাকলে তাকে নার্সিংহোমের এনআইসিইউতে রাখা হয়।
চিকিৎসকরা পরিবারের সদস্যদের জানান, ওই সদ্যোজাতকে বাঁচাতে ‘ও নেগেটিভ’ গ্রুপের রক্ত প্রয়োজন। সাধারণভাবে ‘নেগেটিভ’ গ্রুপের রক্ত পাওয়া সহজ নয়। পরিবারের চেনাজানা কারো রক্তই আবার ওই গ্রুপের নয়। এসময় পরিবারের সদস্যরা ফেসবুক এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আবেদন করেন।
এসময় বিভিন্ন জায়গায় এসএসবি সদস্যদেরও বার্তা পাঠানো হয়। সোমবার মো. আশফাক ফেসবুকে সেই বার্তা দেখেন। আশফাকের রক্তের গ্রুপ ‘ও নেগেটিভ’ হওয়ায় সঙ্গে সঙ্গে তিনি রমেশসিংহের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবয় পৌঁছে যান নার্সিংহোমে।
চিকিৎসকরা আশফাককে পরীক্ষা করে জানান তিনি রোজা থাকায় তার রক্ত নিতে পারবেন না। রোজা রেখে রক্ত দিলে আশফাকই অসুস্থ হয়ে পড়তে পারেন। নবজাতকের প্রাণ বাঁচাতে রোজা ভাঙার সিদ্ধান্ত নেন আশফাক। হাসপাতালেই খাবার খেয়ে নির্ধারিত সময়ের পর আশফাকের রক্ত নেয়া হয়। আর সেই রক্তে বেঁচে যায় শিশুটি।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/ ২৯ মে ২০১৮/ ওয়াসিফ