অত্যধিক নেশা করেন বলে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান টম গ্যারেট।
দুই বছর আগে তিনি এই আসন লাভ করেন। ক্যাপিটাল হিলে সোমবার বিকেলে এক বিবৃতিতে টম বলেছেন, যে কেউ- রিপাবলিকান, ডেমোক্রেট অথবা স্বাধীন- যারা আমাকে চিনেন তারা সবাই জানেন আমি ভালো মানুষ এবং নেশাগ্রস্ত। এ পর্যন্ত যত বিবৃতি দিয়েছি তার মধ্যে এটি দিতে আমাকে খুব সংগ্রাম করতে হয়েছে। তবে এটি সত্য। আমার পরিবার ভেঙ্গে পড়েছে। শারিরীকভাবে আমিও সুস্থ নই। তাই অবসরে থেকে চিকিৎসা নিতে চাই।
নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের রিপাবলিকান পার্টির শক্তিশালী একজন প্রার্থী ছিলেন টম গ্যারেট। এ নিয়ে মোট ৪৪ জন রিপাবলিকান পুননির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা