পাকিস্তান পিপল'স পার্টি বা পিপিপি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য তলোয়ার মার্কাকে নির্বাচনী প্রতীক হিসেবে গ্রহণ করেছে। দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ প্রতীক বরাদ্দ দিয়েছে।
প্রতীক বরাদ্দের বিষয়টি পাক নির্বাচন কমিশন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৭০ সালে পিপিপি অবিভক্ত পাকিস্তানে তলোয়ার প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। কিন্তু পরে দেশটির নির্বাচন কমিশন নির্বাচনী প্রতীকের তালিকা থেকে তলোয়ারকে বাদ দেয়। এরপর থেকে দলটি তীর মার্কা নিয়ে নির্বাচন করে আসছে।
এবারের নির্বাচনে ৭০টির বেশি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এসব দলকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগ প্রথাগতভাবে সিংহ প্রতীক পেয়েছে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম-পাকিস্তান পেয়েছে ঘুড়ি মার্কা আর ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই পেয়েছে ব্যাট মার্কা।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৮/আরাফাত