যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠক নিয়ে চলছে জল্পনা। এরইমধ্যে বুধবার নিউ ইয়র্ক পৌঁছেছেন উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান ও কিমের বিশ্বস্ত উপদেষ্ঠা কিম ইয়ং চোল। গত ১৮ বছরের মধ্যে তিনিই উত্তর কোরিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ নেতা যিনি যুক্তরাষ্ট্রের মাটিতে সে দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
কিম জং উনের পাশে কিম ইয়ং চোল (বাঁ থেকে প্রথম)
কিম ও ট্রাম্পের ঐতিহাসিক বৈঠককে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিম ইয়ং চোল। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
নানা অভিযোগ এনে গত সপ্তাহে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক বাতিল ঘোষণা করে বিশ্বকে চমকে দেন ট্রাম্প। পরে সুর পাল্টে জানান বৈঠক হতেও পারে। সবকিছু ঠিক থাকলে এবং ট্রাম্প ফের তার অবস্থান না বদলালে প্রথমবারের মতো মুখোমুখি হবেন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ দুই নেতা। আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সূত্র: গার্ডিয়ান ও বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা