পকেটের টাকা খরচ করে পাইথনের সাহায্যে ম্যাসাজ নিতে পারেন। তবে তার জন্য আপনাকে যেতে হবে ফিলিপাইনে। কেননা, এমন কাণ্ডই ঘটিয়েছে ফিলিপাইনের একটি চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানায় পর্যটকদের সঙ্গ দিচ্ছে ৫০ কেজি ওজনের বার্মিজ পাইথন। তাও বাংলাদেশি মুদ্রায় মাত্র ১৯৭ (প্রায়) টাকার বিনিময়ে!
দাভাও শহরের সেই চিড়িয়াখানাটির সরীসৃপ বিভাগের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পাইথনই পর্যটকদের দিয়ে চলেছে বডি ম্যাসাজ। জানা গেছে, এমন ম্যাসাজে আরাম পাচ্ছেন গ্রাহকরা। পাইথনের ঠান্ডা শরীর ও বিপুল ওজন শরীরের প্রতিটি পেশি ও স্নায়ুকে উজ্জীবিত করছে। ।
তবে হার্টের রোগী, ভিতু মানুষদের এই পরিষেবা নেওয়ার আগে সাবধান করা হচ্ছে। যারা এই রোমাঞ্চিত পরিষেবা গ্রহণ করেছেন তাদের কেউ কেউ প্রথমে ভয়ে লাফ মারলেও, অনেকেই শেষ পর্যন্ত এই ম্যাসাজ নিয়েছেন ও আরাম পেয়েছেন বলে দাবি করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর