হাসপাতালে আহত রীতা মুডি নামে এক তরুণীকে অটোগ্রাফ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এ খবর প্রকাশ্যে আসতেই একের পর এক বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে তাঁর কাছে৷
মেদিনীপুরে প্রধানমন্ত্রীর জনসভায় প্যান্ডেল ভেঙে পড়ায় আহতদের মধ্যে ১৯ বছর বয়সী রীতা মুডিও ছিলেন৷ এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এবং মোদি তাদের দেখতে যান সেখানে৷ আর সেখানেই তিনি রীতাকে অটোগ্রাফ দেন।
উল্লেখ্য, রীতাকে প্রধানমন্ত্রীর অটোগ্রাফ দেওয়ার সময়ের ছবি এতোটাই ভাইরাল হয়ে যায় যে গত ১০দিনের মধ্যে তার জন্য ২টি বিয়ের প্রস্তাব এসেছে৷ বাঁকুড়া ক্রিশ্চান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রীতা এখন যেন তাঁর রানিবাঁধ এলাকায় নিজের সলগোরা গ্রামেই সেলিব্রিটি৷ এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেত গিয়ে তিনি জানান, যখন প্রধানমন্ত্রী আহতদের দেখতে হাসপাতালে এসেছিলেন, তখন রীতা তাঁর কাছে অটোগ্রাফ চান৷ মোদিকে প্রথমে দ্বিধাগ্রস্ত দেখালেও পরে তিনি হেসে অটোগ্রাফ দিয়ে দেন বলে জানান রীতা৷
কি লেখা ছিল সেই অটোগ্রাফে?
প্রধানমন্ত্রী রীতার উদ্দেশ্যে লিখেছিলেন, ‘রীতা মুডি তুমি সুখী থাকো, নরেন্দ্র মোদি’৷
রীতা জানান, হাসপাতালে তার বেডের পাশেই এক ব্যক্তি অটোগ্রাফের সেই কাগজটি এগিয়ে দিয়েছিলেন৷ সেই দিনের পরে তাঁর বাড়িতে লোকজনের আসা যাওয়া বেড়ে গিয়েছে যা যথেষ্ট বিড়ম্বনার কারণও হয়ে দাঁড়িয়েছে৷ সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে ক্রমশই আরও পরিচিত হয়ে উঠছে এই একটা নাম৷ বিনা পণেই আসছে বিয়ের প্রস্তাব৷ যদিও রীতার এসব কিছুতে মন নেই৷ আরও অনেক পড়াশোনা করতে চান রানিবাঁধের রীতা মুডি৷
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৮/হিমেল