দীর্ঘদিন ধরে চীনের তৈরি সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে ভারতে। আর সেই কারণে কাজ হারিয়েছেন দেশটির প্রায় দুই লাখ মানুষ। শুক্রবার ভারতের সংসদে এমনটাই জানানো হয়েছে বাণিজ্য সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে।
শুধু সোলার প্যানেল নয়, চীনা জিনিসপত্র আমদানিতে ক্ষতি হয়েছে ভারতের অন্যান্য শিল্পেরও। এর মধ্যে রয়েছে খেলনা, সাইকেল, ওষুধ এবং বয়নশিল্পও। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের সুরাট এবং ভিওয়ান্ডিতে বন্ধ হয়ে গেছে ৩৫ শতাংশ পাওয়ারলুম।
রিপোর্টে বলা হয়েছে, ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত জার্মানি-ফ্রান্স-ইতালির মতো দেশে সোলার প্যানেল রপ্তানি করত ভারত। কিন্তু এরপর থেকে বাজারে ছেয়ে যায় চীনের তৈরি সোলার প্যানেলে। এমনকি ভারতের মার্কেটও দখল করে নেয় সেগুলো। ফলে কাজ হারান প্রায় ২ লাখের বেশি মানুষ।
এছাড়া, রিপোর্টে চীন থেকে আমদানি করা দ্রব্যের গুণমান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যেমন: চীনের তৈরি সোলার প্যানেলে ক্ষতিকর রাসায়নিক অ্যান্টিমনি ব্যবহার করা হয়। কিংবা চীনা এলইডি বাল্ব তৈরি করতে ব্যবহৃত হয় অন্যান্য ক্ষতিকারক পদার্থ।
এদিকে, প্রতিবেদন প্রকাশের পর পরিস্থিতি সামাল দিতে চীন থেকে বেশ কিছু দ্রব্য আমদানির ওপর ভারতের কেন্দ্রীয় সরকারকে আরও কড়া হওয়ার পরামর্শ দিয়েছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। এছাড়া এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকায় চলা ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন মোদি। সেখানে ভারত থেকে চীনে আমদানি বাড়ানোর জন্য চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর