ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনের একটি মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ উঠল। পুনের কাছেই খাতরাজ নামক এক জায়গায় ওই যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে বলে খবর।
শুক্রবার ওই মাদ্রাসা থেকে ৩৬ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে মাদ্রাসার অভিযুক্ত শিক্ষককেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কোন্দয়ার পুলিশ ইন্সপেক্টর মিলিন্দ গাইকোয়াড় জানান ‘খাতরাজের মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষককে আটক করা হয়েছে। ৩৬ জন শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়েছে।
জানা গেছে ওই মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের গড় বয়স ৫ থেকে ১৪ বছর।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন